মনের রং তুলো, হাতে,
এক মুঠো রঙের আচ্ছাদনে,
ভেজাও সারা পৃথিবী, হলি খেলে,
ভালবাসার পালে....
তোমার হৃদয়ের রঙে,
কাক ভেজা বৃদ্ধা দাঁড়িয়ে.....।
ফুটপাতে, ছিন্নমূলের ঠোঁটে,
হাসি ফুটে।
দুঃখের কাঠবনে দুঃখ পোড়ে।
শশানে, শশাঙ্কের হাসি খেলে...
নিদ্রা ভেঙ্গে, অনিদ্রার প্রান্তরে।
তোমার মনের এক পেঁজা রঙে,
বৃষ্টি ঝড়ে....
ভালোবাসা, বন্যা হয়ে ছুটে চলে।
থামে না.... জানো না?
ভালোবাসায়, ভালোবাসা বাড়ে।
শুধু মন খুলে, ভালবাসতে শেখা লাগে।।