আমি অনি। নিলয় বলেও অনেকে ডাকে! নাম দুটোর সাথে আমার কোথাও একটা অন্যরকম সম্পর্ক আছে! ছোটবেলা থেকে রাঙ্গামাটি বড় হওয়ার কারণেই হয়তোবা আমার সাথে জুড়ে গেছে, অন্যরকম আমি শব্দটি। ঢাকার ব্যস্ত শহরের ওভারব্রিজগুলো থেকে দাড়িয়ে মাঝে মাঝেই খুজে বেড়াই এই শহর থেকে বিলুপ্ত "প্রকৃতি" নামক জিনিসটিকে। কল্পনাগুলো এখনো ঘুরে বেড়ায় গাড়ির হেডলাইট থেকে হেডলাইট এ। মাঝে মাঝে বিল্ডিং পেরিয়ে জোছনা দেখি, তখন মনে হয়, রুপালি আলোটা এখন বড় অসহায়। মনের অজান্তেই শান্তনা দেই তাকে। একদিন দেখা হবে তার সাথে, একটি অপূর্ব রাতে। সারাটি রাত, নদীর উপরে নৌকায় শুয়ে আমি দেখবো, জোছনা দেবীর নাচ।
যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন...