সাকিব...



আমি সাকিব। পুরো নাম সাকিব হাসনাইন। বন্ধুরা আমায় সাকিব নামেই ডাকে। আমিও তাতেই অভ্যস্ত। ছোটবেলা থেকেই প্রযুক্তি নিয়ে প্রচন্ড আগ্রহ ছিল। ইন্টারনেট কি সে সম্পর্কে বুঝতে শুরু করি একটা ফেসবুক একাউন্ট খোলার মাধ্যমে। ক্লাস এইটে পড়ি তখন। তারপরেও অনেক দিন ফেসবুক ছাড়া অন্য কোন কিছুর সাথে সংযুক্ত ছিলাম না। ক্লাস নাইন এ পড়ার সময়ই মূলত আমার ইন্টারনেট এ হাতেখড়ি হয়। ধীরে ধীরে জানতে চেষ্টা করতে থাকি এই বিশাল নেটওয়ার্ক সম্বন্ধে। তারপর থেকে এখন পর্যন্ত শুধু শিখেই যাচ্ছি। যত শিখছি তত আরও উপলব্ধি করতে পারছি কত কম জানি আমি। ব্লগিং এ আমার আগ্রহ শুরু হয় টেকটিউন্স এর মাধ্যমে। তারপর থেকেই ভিন্ন ভিন্ন নামে টেকটিউন্স, সামহোয়ার ইন ব্লগ, প্রথম আলো, টিউনার পেজ, পিসি হেল্প লাইন বিডি......... আরও অনেক জায়গাতেই লেখা লেখি করেছি। এসব কিছুর পরিণতিই এই ব্লগটি। স্বপ্ন দেখি একজন সফটওয়্যার ডেভেলেপার হওয়ার, জন স্কিট, লিনাস টরভেল্ডস এদের মত কিংবদন্তী প্রোগ্রামার হওয়ার। কে জানে হয়তোবা এদের থেকেও বড় কিছু হওয়ার!!
কোন এক জায়গায় আমি একটা কথা পড়েছিলাম বাস্তব জীবনেও আমি তাই মেনে চলি,

তোমার লক্ষ্য দেখে যদি কেউ উপাহাস না করে, ঠাট্টা না করে। তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুবই ছোট।

যে কোন দরকারে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন। আপনাদের সাহায্য করতে পারলেই আমি ধন্য হব।
 

FeedBurner কর্তৃক নিয়োজিত