ব্লগ সম্পর্কে কিছু কথা...

পাঠকের জন্য লাইব্রেরি, সংক্ষেপে পাঠক লাইব্রেরি। গল্প সাহিত্যের সমারোহে সাজানো হয়েছে আমাদের এই ছোট্ট ব্লগটি। বিনোদন, আনন্দ লাভটাকেই যদি সাহিত্যের মর্মার্থ ধরে নেই, তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের মনে ছোট্ট করে হলেও একটু আনন্দ উপহার দেয়ার! 

আর আমার বন্ধু সাকিব থাকবে প্রযুক্তি নিয়ে আপনাদের সমস্যা সমাধানের চেষ্টায়। আমরা দুই বন্ধু নেমেছি প্রযুক্তি এবং সাহিত্যকে মিলিয়ে কিছু একটা করার। যেখানে সাহিত্যের সন্ধানে থাকবে প্রযুক্তি। আর প্রযুক্তি থাকবে সাহিত্যের কোল জুড়ে। দুইজন তরুন লেখক যদি সামান্যতম পৌছাতে পারি আপনাদের মনে, তবেই আমরা সার্থক মনে করব নিজেদের। 

তাই, আমরা পাঠকের উপর গুরুত্ব রেখেই ব্লগ এর নামকরণ করেছি "পাঠক লাইব্রেরি"
 

FeedBurner কর্তৃক নিয়োজিত