নাম দিয়েই যখন মানুষের পরিচয় প্রকাশ পায়, তখন নাম দিয়েই শুরু করি।
হ্যাঁ আমি "শাহরিয়ার কবির" । বন্ধু মহলে কবির নামেই বেশি পরিচিত । আমার ছেলেবেলা গ্রামের চোখ জুড়ানো সুন্দর পরিবেশে কেটছে।স্কুল জীবন স্কাউট আর বিতর্ক করেই কাটিয়ে দিয়েছি। আমি সাধারণ একটা ছেলে, সাধারণ থাকতেই বেশি পছন্দ করি। জীবনে তেমন কোন উচ্চাশা ছিল না। স্বপ্ন ছিল যে "একটা ভাল কম্পিউটার ইঞ্জিনিয়ার" হয়ে আত্মপ্রকাশ করব। এখনও সে স্বপ্নই দেখি।ঘুরতে আমার খুবই ভাল লাগে, সুযোগ পেলেই ঘুরতে চলে যাই।এবং আমার অনুভুতি, আমার প্রিয় ডায়েরিতে সংরক্ষণ করি।
আমি বিভিন্ন পেজে লেখালেখি করেছি। কোন বিষয় নিয়ে লিখতে আমার ভালই লাগে, বিশেষ করে (ভ্রমণ, প্রকৃতি, প্রযুক্তি) ইত্যাদি।
যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন...